বাংলা সাংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তি দুই ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার ও বিশিষ্ট অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে আজীবন সম্মাননা জানানো হচ্ছে। এই সম্মাননা দিচ্ছে বেসরকারি টিভি চ্যানেল এস এ টিভি।
আগামীকাল আগামী ১৯ জানুয়ারী এসএ টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের।
প্রতি বছরের মতো এসএ টিভি শিল্প সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে একজন করে গুনী মানুষকে কর্ম সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা দিতে থাকে। এবার সেই ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পাচ্ছেন মুস্তাফা মনোয়ার ও ফেরদৌসী মজুমদার।
১৯ জানুয়ারী দুপুরে গুলশানে এসএ টিভির মূল ভবনে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।