রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আজ রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সাক্ষাৎ
প্রকাশ: ১১:২৭ am ০৬-০২-২০১৭ হালনাগাদ: ১১:৩১ am ০৬-০২-২০১৭
 
 
 


নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ দেখা করবে সার্চ কমিটি।

রোববার বিকেলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে কমিটির সদস্য বিচারপতি ওবায়দুল হাসান, মোহাম্মদ সাদিক, সৈয়দ মনজুরুল ইসলাম, মাসুদ আহমেদ ও শিরীণ আখতারের সাক্ষাৎ করার কথা রয়েছে।

এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে।

প্রসঙ্গত, নতুন ইসি গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), বিএনপিসহ ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন।

এসব বৈঠকের পর গত ২৫ জানুয়ারি সার্চ কমিটির বিষয়ে একটি চিঠি বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।

২০১২ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে চার সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছিলেন। সেই কমিটিই বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন গঠন করে। আগামী ৮ ফেব্রুয়ারি এই কমিশনের মেয়াদ পূর্ণ হচ্ছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT