শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আজ সৌদি আরবে ঈদ
প্রকাশ: ০৯:৪৮ am ২৫-০৬-২০১৭ হালনাগাদ: ০৯:৫৭ am ২৫-০৬-২০১৭
 
 
 


সৌদি আরবে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রবিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে। সে অনুযায়ী ২৪ জুন শনিবার এবারের রমজানের শেষ দিন।

এর আগে সৌদি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেশটির সব মুসলমানদের শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হয়।

সৌদি আরব ছাড়াও তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় রবিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামে সাম্যের সৌন্দর্য।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT