আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।কড়া নিরাপত্তায় রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বর্ষবরণের জন্য টিএসসিতে আসতে থাকে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়। রাত ৮ টার পর পরেই রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হতে থাকে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুরো টিএসসি এলাকা শিক্ষার্থীদের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। কড়া নিরাপত্তার মধ্যেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বারোটা বাজতেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। বরণ করে নেন নতুন বছরকে। এসময় অনেকে বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তুলেছেন সেলফি । 'ভি' চিহ্ন প্রদর্শন করে উল্লাস করেছেন। কেউ কেউ গাইছেন গান। নাচে গানে মাতোয়ারা যায় পুরো টিএসসি এলাকা। এসময় উড়ানো হয় ফানুস। হ্যাপি নিউ ইয়ার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টিএসসি।