আফগানিস্তানে জঙ্গি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। তারা জানান, সার-ই পুল প্রদেশে একটি পুলিশ চেকপোস্টে এই হামলা চালায় জঙ্গিরা। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে সাতজন আফগান নিরাপত্তা কর্মী ও বিদ্রোহীরাও রয়েছেন। কর্মকর্তাদের দাবি, আইএস ও তালেবান জঙ্গিরা মিলিত হয়ে এই হামলা চালিয়েছে।
প্রাদেশিক সরকারের এক মুখপাত্র বলেন, গ্রামে বন্দুকধারীরা প্রবেশে করে মূলত শিয়া মুসলিমদেরেই হত্যা করতে থাকে। তাদের গুলিতে শিশু ও নারীসহ অনেকে প্রাণ হারান।
এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আফগান ঘানি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘অপরাধী সন্ত্রাসীরা আরেকবার বেসামরিক ব্যক্তি, নারী ও শিশুকে হত্যা করেছে। এই বর্বরোচিত হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল।’
জাতিসংঘের মতে, চলমান যুদ্ধে আফগানিস্তানে চলতি বছরের প্রথমার্ধেই ১ হাজার ৬৬২ জনেরও বেশি বেসামরিক নিহত হয়েছেন।