মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় জুম্মার নামাজের টাকা তোলা কে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুরিয়া গ্রামে। জানা যায়, কাকুরিয়া গ্রামের মসজিদে জুম্মার নামাজের টাকা তোলাকে কেন্দ্র করে ওই গ্রামের লাল্টু বিশ্বাস ও রাব্বি মোল্যা বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্য়ায়ে উভয় পক্ষ মসজিদের ভিতরে মারামারি শুরু করে। পরবর্তীতে তারা উভয় গ্রুপের লোক-জন দেশীয় তৈরি লাঠিসটা, ঢাল, সড়কি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আহত হয় কাকুরিয়া গ্রামের মৃত. আব্দুল বারিক মোল্যার ছেলে বকুল মোল্যা (৫০), কাউসারের ছেলে আকিদুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম, শফি মোল্যা, রবিউল মোল্যা, ভুলু মোল্যা, কবির মোল্যা, লাল্টু মেল্যা, (৬০) ও চায়না বেগম (৩৭)। আহতের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, এঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিাতি স্বাভাবিক রয়েছে।