স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, ষাট ও সত্তর দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রয়াত আবদুল জব্বার প্রথম জানাজা বাংলাদেশ বেতারে সম্পন্ন হয়েছে । বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে জানাজা সম্পন্ন হয় ।
এরপর তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য । বিকেল ঢাকার বনানী শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে । বুধবার (৩০ আগস্ট) সকাল সোয় ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
মারা যাওয়ার পর মরদেহ মোহাম্মদপুর বাবর রোডে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজধানীর ভূতের গলিতে আবদুল জব্বারের নিজ বাসায় নেয়া হয়। এরপর জব্বারের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।