শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আবারও গণমাধ্যমকে ট্রাম্পের আক্রমণ
প্রকাশ: ১০:৩৭ am ৩০-০৪-২০১৭ হালনাগাদ: ১০:৪০ am ৩০-০৪-২০১৭
 
 
 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের পর ১০০ দিন পূর্তি উৎসবে গণমাধ্যমের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেছেন। শনিবার রাতে পেনসিলভানিয়ায় এক সমাবেশে তিনি দাবি করেছেন, গণমাধ্যম তার সম্পর্কে ‘ভুয়া’ ও বাস্তবতাবর্জিত খবর প্রকাশ করেছে।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকেই গণমাধ্যমের প্রতি আক্রমনাত্মক মন্তব্য করে আসছেন ট্রাম্প। শপথ গ্রহনের পর হোয়াইট হাউজের প্রতিবেদকদের সঙ্গে নৈশভোজেও যোগ দেননি তিনি। ১৯৮১ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের পর ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি এই রীতি ভঙ্গ করেছেন।

সমাবেশে ট্রাম্প বলেন, তার ১০০ দিনের অর্জনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমে বড়, স্থূল ও ব্যর্থ নম্বর দেওয়া উচিৎ।

এরপরই ট্রাম্প গত ১০০ দিনে তার একের পর এক সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই দিনগুলো ছিল ‘অনেক উত্তেজনাপূর্ণ ও অনেক উৎপাদনশীল।’ প্রতিটি দিনই তিনি কাজ করেছেন বলেও দাবি করেন ট্রাম্প।

ট্রাম্প দাবি করেন, তিনি বিদেশিদের মার্কিনিদের চাকরি চুরি নিয়ে যাওয়া ঠেকাতে পেরেছেন এবং যুক্তরাষ্ট্রের জন্য অনুকূল নয় টিপিপিসহ এমন চুক্তি থেকে সরে এসেছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT