রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
আবার ছেলের বাবা হলেন অনন্ত-বর্ষা
প্রকাশ: ১২:৪৭ pm ১৩-১১-২০১৭ হালনাগাদ: ০১:১৩ pm ১৩-১১-২০১৭
 
 
 


অনন্ত-বর্ষা ঘর আসলো আবার নতুন অতিথি। হ্যাঁ তাদের ঘরে আসলো দ্বিতীয় ছেলে সন্তান। আজ ফেসবুকে এক স্ট্যাটার্স এ অনন্ত জলিল এই খবর জানান। গত ২৩শে অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে দ্বিতীয় সন্তানের বাবা-মা হন অনন্ত-বর্ষা। নবজাতক ও মা দু’জনেই বর্তমানে সুস্থ আছেন।

তিনি তার ফেসবুকের স্ট্যাটার্স বলেন, আসসালামু আলাইকুম, আমার ছোট ছেলে -আবরার ইবনে জলিল  আর বড় ছেলে-আরিজ ইবনে জলিল আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সবাই ভালো আছি । আমি অনেক আনন্দিত।
তাদের সঙ্গে আমার বেশ ভালো সময় কাটতেছে। বন্ধুগন আমার দুই ছেলের জন্য দোয়া করবেন।

এর আগে চলতি বছর গত আগস্টে চিত্রনায়িকা বর্ষা একটি ফেসবুকে পোস্টে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ আই ডিড ইট অ্যাগেইন। অনেক গর্বিত মনে হচ্ছে, আমি আবার মা হতে চলেছি। আল্লাহর রহমতে আর আপনাদের ভালোবাসায় সব ঠিক থাকলে আসছে নভেম্বরে আমাদের দ্বিতীয় সন্তানের মুখ দেখব। সবাই আমার জন্য দোয়া করবেন।’ বর্ষার সেই কথাই ঠিক হলো এবার। এর আগে ২০১৪ সালের ২৩ নভেম্বর প্রথম পুত্রসন্তানের বাবা-মা হন অনন্ত ও বর্ষা। পুত্রসন্তানের নাম রাখেন আরিজ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT