আইয়ুব বাচ্চু, শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের সেরা গিটার বাদক তিনি। গিটারের সাথে তার প্রেম কিংবা সখ্যতার কথা সবারই কম-বেশি জানা রয়েছে। তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। তবে তিনি তার সঙ্গীতজীবনে যে গিটারগুলো বাজিয়েছেন এবার সেখান থেকে পাঁচটি গিটার তিনি তুলে দিতে চান নতুনপ্রজন্মের হাতে।
তবে তার ইচ্ছে ছিল গিটারগুলো নিয়ে গিটার বাজিয়েদের সঙ্গে নিয়ে দেশব্যাপী একটা গিটার প্রতিযোগিতা করার। কিন্তু বেশ কিছুদিন চেষ্টা করার পরও তিনি কোন স্পন্সর পাননি। তাই সফল হচ্ছে না তার সেই উদ্যোগ। তাই কিছুটা অভিমান তার জন্মেছে মনে। বুধবার (৫ জুলাই) এ নিয়ে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আমার ভীষণ ইচ্ছে ছিল আমার গিটারগুলো নিয়ে গিটার বাজিয়েদের সঙ্গে নিয়ে দেশ ব্যাপী একটা গিটার প্রতিযোগিতা অনুষ্ঠান করার, যেখানে এই গিটারগুলো বাজিয়ে বিজয়ীরা জিতে নেবে আমার প্রাণের চেয়ে ও প্রিয় এক একটি গিটার...!’
কিন্তু বেশ কিছুদিন চেষ্টা করার পরও আইয়ুব বাচ্চু কোন স্পন্সর পাননি। আর লিখেছেন, ‘গিটারগুলো তরুণদের হাতে তুলে দিতে তাঁদের মেধার মূল্যায়ন স্বরূপ তাঁরা প্রাণ উজাড় করে গিটার বাজাবে আর আমরা আনন্দের সাথে শুনবো, দেখবো এবং উৎসাহ দেবো যাতে করে প্রজন্ম থেকে প্রজন্ম যেন এটা একটা নতুন দৃষ্টান্ত হয়ে থাকে।’
জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী আরও লিখেছেন, ‘কিন্তু হয়ে ওঠেনি আমার স্বপ্নের বাস্তবায়ন! কারণ হয়তোবা আমার স্বপ্নটা একটু বেশি বড়ই ছিল গিটার নিয়ে! আর তাছাড়া গিটারগুলোর রক্ষণাবেক্ষণ ও বেশ কষ্টকর। তাই আমি ঠিক করেছি-প্রথম এই পাঁচটা গিটার বিক্রি করে দেবো। তাঁদের কাছে যারা গিটার বাজায় কিংবা যারা আমার গিটারগুলো সংরক্ষণে রাখতে চায়।’
আইয়ুব বাচ্চুর সেই ফেসবুক পোস্টে লেখা রয়েছে আজ (৫ জুলাই) এখন থেকে আগামী ৫ দিনের জন্য এই অফার থাকবে মাত্র। যারা এই গিটারগুলো সংরক্ষণ করতে চায় তারা (০১৯৭৩০২০৮৪০) এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই পাঁচটি গিটারের ছবি আইয়ুব বাচ্চু তার ফেসবুকের ওয়ালে পোস্ট করেছেন।
সম্প্রতি দেশের ৬জেলায় গিটার শো করছেন এ ব্যান্ডতারকা। ঢাকা ও চট্টগ্রাম শেষে আরও চার জেলার চার শহরে আয়োজিত হবে তার কনসার্ট।