আম্বালা ফাউন্ডেশন (সাবেক-ইসি বাংলাদেশ) MRA কর্তৃক অনুমোদিত একটি স্বনামধন্য MRA. সংস্থা PKSF ও বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে ঢাকা ও কুমিল্লা বিভাগের ১০টি জেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে।
ক্ষুদ্রঋণ কর্মসূচীর সম্প্রসারিত কর্মএলাকায় কাজ করতে আগ্রহী র্প্রাথীদেরকে নিম্নে বর্নিত পদসমূহে সরাসরি উপস্থতি হয়ে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণরে অনুরোধ করা যাচ্ছঃ
পদসমূহ হলোঃ
১। এরিয়া ম্যানেজার
২। শাখা ব্যবস্থাপক
৩। সিনিয়র সহকারী অডিট অফিসার
৪। সহঃ হিসাবরক্ষণ এন্ড এমআইএস অফিসার (অভিজ্ঞ - অনভিজ্ঞ)
৫। ক্রেডিট অফিসার (অভিজ্ঞ)
৬। ক্রেডিট অফিসার (অনভিজ্ঞ)
ভিজিট করুন ঃ
আগ্রহী প্রার্থীকে পরিচালক বরাবর আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং ০১ কপি পাসপোর্ট সাইজের সদ্যতোলা ছবিসহ শাখা ব্যবস্থাপক পদে আগামী অক্টোবর ০৬, ২০১৭, সিনিয়র সহকারী অডিট অফিসার পদে আগামী অক্টোবর ০৭, ২০১৭ তারিখে এবং এরিয়া ম্যানেজার পদে আগামী অক্টোবর ১৩, ২০১৭, ক্রেডিট অফিসার (অভিজ্ঞ) পদে আগামী অক্টোবর ২০, ২০১৭ ও ক্রেডিট অফিসার (অনভিজ্ঞ) পদে আগামী অক্টোবর ২৭, ২০১৭ এবং সহকারী হিসাব রক্ষণ এন্ড এমআইএস অফিসার পদে আগামী নভেম্বর ০৩, ২০১৭ তারিখে আম্বালা ফাউন্ডেশন, বাড়ী-৬২, ব্লক- ক, পিসিকালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা- ১২০৭, এই ঠিকানায় সকাল ৯.০০- ১১.০০ ঘটিকার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করত: নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহন করার জন্য অনুরোধ করা হচ্ছে।