ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে প্রেসিডেন্ট জোসেফ কাবিলার বিরুদ্ধে বিক্ষোভে কমপক্ষে ৬ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। একবছর আগে মেয়াদ শেষ হয়ে গেলেও দায়িত্ব ছাড়ছেন না কাবিলা। এজন্য তাকে পদ থেকে নামানোর আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে কিনশাশায়। রোববার (২১ জানুয়ারি) সেখানেই বিক্ষোভ থামাতে টিয়ারশেল ব্যবহার করেছে পুলিশ। তিন সপ্তাহ আগেও এমন এক বিক্ষোভে প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন নাগরিক। দেশটিতে জাতিসংঘ মিশনের এক মুখপাত্র জানান, রোববারের বিক্ষোভে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আটক করা হয়েছে অনেককে। রাজধানীর কিতাম্বো এলাকায় ১৬ বছরের এক তরুণীও মারা গেছেন। ক্যাথলিক চার্চ থেকে এই আন্দোলন ডাকা হলেও শান্তিপূর্ণভাবে পালন করার আহ্বান জানানো হয়েছিলো। তবে দেশটির কর্তৃপক্ষ সবধরনের মিছিল নিষিদ্ধ করেছে এবং জনসভার অনুমতি দিচ্ছে না। কিনশাশায় কেটে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ।
সূত্র: বিবিসি