চট্টগ্রামে মামলার আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ সাইফুল (২২) নামে একজন নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারি তেলিপাড়ায় এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশের বারো আওলিয়া থানার পরিদর্শক আহসান হাবিব এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অপর দুজন ইমরান আলী জয় (১৯) ও কবির আহমেদ (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, সীতাকুণ্ড থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে গেলে তাদের বাধা দেয় একদল গ্রামবাসী। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে গ্রামের লোকজন ভাটিয়ারিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আধা ঘণ্টা পর তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মোহাম্মদ সাইফুল (২২) নামে একজনের মৃত্যু হয়।