যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৮ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের ফলে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলাস্কা থেকে ২৫৬ কিলোমিটার দক্ষিণপূর্বের চিনিয়াক নামক এলাকায়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এরপর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। মার্কিন সুনামি সতর্কতা সিস্টেম বলছে, ওই সতর্কতা আলাস্কা ও ব্রিটিশ কলম্বিয়ার কিছু অংশের জন্য প্রযোজ্য হবে। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় উপকূল এলাকার বাসিন্দাদের সতর্কাবস্থায় থাকতে বলেছে কর্তৃপক্ষ। সূত্র: টেলিগ্রাফ