মঙ্গলবার মধ্যরাতে আশুলিয়ার ভাদাই এলাকার উত্তরপাড়ার এই গুদামগুলোতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিইপিজেড স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া জানান।
পরে ফায়ার ব্রিগেডের সাতটি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
গুদামগুলোর মালিক এলাকার বাসিন্দা মো. মতিন, মো. শওকত ও মো. ইব্রাহীম নামে তিন ব্যক্তি বলে জানান আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল।
তিনি বলেন, আগুনে গুদামঘরসহ এগুলোতে থাকা সব মালামাল পুড়ে গেছে। ঘটনার সময় ঘরগুলোর ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা হামিদ মিয়া বলেন, রাত পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।বৈদ্যুতিক গোলযোগ বা কারও ফেলে দেওয়া সিগারেটের টুকরো থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।