ঢাকার আশুলিয়ার কুটুরিয়া বাজার এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে চার জন দগ্ধ হয়েছেন।
দগ্ধরা হলেন- আল মামুন (২১), তার স্ত্রীর পারুল (১৮), তাদের আত্মীয় আসাদুল (১৯) ও তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ ছিল, এ অবস্থায় আল মামুনের স্ত্রী চুলায় আগুন ধরাতে যান। এ সময় অগ্নিকাণ্ড ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে তদের সকাল ১০টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, আহতদের মধ্যে আল মামুনের শরীরের ৬৫ শতাংশ, পারুলের ২৪ শতাংশ, আসাদুলের ১৫ শতাংশ ও সুমাইয়া আক্তারের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে।