মাত্র এক ঘন্টার ব্যবধানে ইতালিতে তিনবার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে।
ইউরোপিয়ান-মেডিটরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম ভূমিকম্পটি রোমের ৬২ কিলোমিটার উত্তরে আমাতরাইস এলাকায় আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর ঠিক ৫০ মিনিট পর দ্বিতীয় ভূমিকম্পটি একই এলাকায় আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর ১০ মিনিট পরই ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
এবিসি নিউজ জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির পরপর রোম নগরী খালি করে ফেলা হয়, রেল চলাচল বন্ধ করে দেয়া হয় এবং স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হয়।
তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। ভূমিকম্পের ক্ষতি সম্পর্কে খোঁজ নিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল এলাকার আশেপাশের গ্রামগুলোতে ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখতে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ইতালিতে প্রায় ভূমিকম্প আঘাত হেনে থাকে। গত বছর আগস্টে মধ্য ইতালিতে ভূমিকম্পে তিন শতাধিক লোকের মৃত্যু হয়েছে।