ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্দেহভাজন দুই আত্মঘাতীর জোড়া বোমা হামলায় তিন পুলিশ নিহত ও ১০ জন আহত হয়েছে।
বুধবার রাতে জাকার্তার পূর্বাংশে কামপুং মেলায়ু বাস স্টেশনে পাঁচ মিনিটের ব্যবধানে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ।
হামলার পর ব্যাপক অস্ত্রে সজ্জিত পুলিশ সদস্যরা বাস স্টেশনটির চারপাশ ঘিরে রাখে। বোমা নিষ্ক্রিয়কারী দলের কর্মকর্তারা চারদিকে টেপ লাগানো ঘটনাস্থলটি পরীক্ষা করে দেখে।
এ ঘটনার পর এক টুইটে ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী বুদি কারিয়া জানিয়েছেন, কর্মীদের রাজধানীর পরিবহন নেটওয়ার্কে নজরদারী বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।
হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে জানিয়ে দেশটির জাতীয় পুলিশ বাহিনীর মুখপাত্র সেতিও ওয়াসিসতো বলেছেন, “প্রথমে ভাবা হয়েছিল, একজন আত্মঘাতী বোমা হামলাটি চালিয়েছে। পরে ঘটনাস্থল পরীক্ষা করে দুজন আত্মঘাতী দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা পাওয়া গেছে।”
এ হামলায় আরো পাঁচ পুলিশ কর্মকর্তা ও পাঁচ বেসামরিক আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এই হামলার সঙ্গে ইসলামি চরমপন্থার কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত নন বলে জানিয়েছেন ওয়াসিসতো।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “একদল লোক একটি কুচকাওয়াজে অংশ নিচ্ছিল আর পুলিশ কর্মকর্তারা তাদের পাহারা দিচ্ছিল। কুচকাওয়াজের দলটি পার হওয়ার আগেই বিস্ফোরণ দুটি ঘটানো হয়।
“সন্দেহভাজন দুজনই পুরুষ। তাদের পরিচয় পরে প্রকাশ করা হবে।”তিনি জানিয়েছেন, বিস্ফোরকগুলো প্রেসার কুকারে ভরে আনা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
ফেব্রুয়ারিতে দেশটির বান্দুং শহরে এক হামলাকারী একই ধরনের একটি বোমা ব্যবহারের চেষ্টা করেছিল। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছিল। ওই হামলাকারী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি সহানুভূতিশীল একটি চরমপন্থি নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা কর্তৃপক্ষের।
বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের বাস ইন্দোনেশিয়ায়। ইসলামি চরমপন্থার বৃদ্ধিতে দেশটির কর্তৃপক্ষ উদ্বিগ্ন।