ইরানের বেসরকারী সংস্থার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ওই বিমানে ৬৬ জন আরোহী ছিল।
জরুরি ব্যবস্থাপনা সংক্রান্ত মুখপাত্র মোসতবা খালেদিকে উদ্ধৃত করে দেশটির বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, উড্ডয়নের পরপরই ইরানের তৃতীয় বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা অসিম্যান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার রাজধানী তেহরান থেকে ইয়াসুগ শহরে যাওয়ার পথে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সেমিরন শহরের কাছাকাছি এক পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।বিমানের আরোহীদের কেউ বেঁচে আছেন কিনা, নিশ্চিত নয়।