বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইসলামাবাদে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশ: ১০:৫৩ am ২৩-০২-২০১৮ হালনাগাদ: ১০:৫৪ am ২৩-০২-২০১৮
 
 
 


যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল (২১ ফেব্রুয়ারি) ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গনে  মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সকালে চান্সারি প্রাঙ্গনে হাইকমিশনের সকল কর্মকর্তা, কর্মচারি ও ইসলামাবাদে বসবাসকারী বাংলাদেশি নাগরিকগণ কালব্যাজ ধারণ করেন। সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন  করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান। দিবসটি উপলক্ষে চান্সারি প্রাঙ্গণ বাংলা বর্ণমালা ও ভাষা দিবসের পোষ্টারে সজ্জিত করা হয়। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে চান্সারি প্রাঙ্গনে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়। হাইকমিশনার তারিক আহসান মিশনের কর্মকর্তা ও কর্মচারিদের নিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। ইসলামাবাদে বসবাসকারী বাংলাদেশি নাগরিকগণও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সকলে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি' গানটি গাইতে থাকেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT