বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্য।রোববার রাতে পূর্বলন্ডনের লন্ডন স্কুল অব কমার্স এন্ড আইটি’র অডিটোরিয়ামে ‘কারাবন্দি খালেদা জিয়া ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত’ শীর্ষক এক সেমিনারে এ দাবি করা হয়।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার আহ্বায়ক ড. কে এম মালিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ব্যারিস্টার তারিক বিন আজিজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত ইয়াজ উদ্দিন আহমদের উপদেষ্টা মোখলেছুর রহমান, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্যের সিনিয়র যুগ্ম আহবায়ক নসরুল্লাহ খান জুনায়েদ।
সেমিনারে বক্তারা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তিনি বাংলাদেশের তিন তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি জীবনের বেশির ভাগ সময় সংগ্রাম করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এক নিষ্ঠুর অবিচারের শিকার তিনি। জরাজীর্ণ ও পরিত্যক্ত কারাগারে তাঁকে দীর্ঘদিন বন্দি করে রাখার অশুভ নীলনকশার আলামত দেখা যাচ্ছে এবং বেগম খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করতে সরকার বাধা দিচ্ছে। স্বাধীনতা ও র্সাবভৌমত্বের প্রতীক জিয়া পরিবারকে জেল-জুলুমের মুখোমুখি করা হয়েছে দাবি করে উদ্বেগ জানান সম্মেলিত পেশাজীবী পরিষদ নেতারা।
আরো বক্তব্য রাখেন সাংবাদিক আখতার মাহমুদ, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু,সাংবাদিক মাহবুবুর রহমান,যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহিন আহমেদ,সাংবাদিক মেজবাহ উল ইসলাম বাবু, ড. আব্দুস সবুর,কামরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক আহ্বায়ক মাছুম বিল্লাহ,সাবেক ছাত্রনেতা মো:মাহবুবুর রহমান,সরফরাজ সরফু, হোসেন খান,আল ফেরদৌস, ডা. সুমন আহমেদ, যুবদলের সহ সভাপতি দেওয়ান আব্দুল বাসিত,জাকির হোসাইন,মনিরুজ্জামান মানিক,যুব দলের দপ্তর সম্পাদক মোশারফ হোসাইন,যুগ্ন সম্পাদক সুহেদুল হাসান,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।