শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বিচ্ছিন্ন
প্রকাশ: ০৯:৫৩ am ২২-১০-২০১৭ হালনাগাদ: ০৯:৫৬ am ২২-১০-২০১৭
 
 
 


পাবনার চাটমোহর উপজেলার চাদামারা ব্রিজের দুইপাশের রেলপথ দেবে গেছে। এটি রাজশাহী-ঢাকা রেলপথের অংশ হওয়ায় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (২২ অক্টোবর) সকাল থেকে এই ট্রেন চলাচল আপাতত বন্ধ হয়ে যায়। গত ৩ দিনের অবিরাম বৃষ্টিপাতে চাদামারা ব্রিজের দু’পাশে কাছে রেললাইনের প্রায় দেড় ফুট দেবে গেছে। সকালে লালমনি এক্সপ্রেস যাওয়ার পরপরই এ ঘটনা ঘটে।

এরপর লোকাল ট্রেন রাজশাহী এক্সপ্রেস (ডাউন ৫৫১) ঢাকা যাবার পথে ঘটনাস্থলে আটকে যায়। এরপর থেকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।   এদিকে সকাল আটটার দিকে লোকাল ট্রেনটি চাটমোহর স্টেশনে আনা হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা রেলপথের ২১ নং ব্রিজের দু’পাশে প্রবল বৃষ্টিপাতের কারণে রেলপথ দেবে গেছে। আপাততঃ ট্রেন চলাচল বন্ধ। কখন ট্রেন চলাচল চালু করা সম্ভব হবে তা বলা যাচ্ছে না। ইতোমধ্যেই মেরামত কাজ শুরু হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT