শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
উত্তর কোরিয়ার দুজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র
প্রকাশ: ১০:৫৭ am ২৭-১২-২০১৭ হালনাগাদ: ১১:০১ am ২৭-১২-২০১৭
 
 
 


পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিযোগে উত্তর কোরিয়ার দুজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থবিভাগ বুধবার (২৭ ডিসেম্বর) কিম জং সিক এবং রি পিয়ং চোল এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ বিভাগ ওই দুই কর্মকর্তাকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের মূল নেতা বলে উল্লেখ করেছে।  এর আগে শুক্রবার (২২ ডিসেম্বর) জাতিসংঘও উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। জবাবে উত্তর কোরিয়া এই পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সামিল উল্লেখ করেছেন। এই দুই কর্মকর্তাকেই পারমাণবিক পরীক্ষার সময় কিম জং উনের পাশে দেখা যায়।  এই দুই কর্মকর্তা ও অস্ত্র নির্মাতা জ্যাং চার হ্যাকে নিজে পছন্দ করেছিলেন কিম জং। তারা কিম জংয়ের খুবই প্রিয়। এর আগে ৬ নভেম্বর উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে নিয়োজিত ১৮ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল দক্ষিণ কোরিয়া।  সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT