কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে (আইসিডি)মিথ্যা ঘোষণায় আনা উত্তর কোরিয়ার বহিষ্কৃত কূটনীতিক হ্যান সন ইকের দামি রোলস রয়েস গোস্ট মডেলের একটি গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা।
গাড়ির আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা। শুল্ককর প্রায় ২২ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপিরচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে নজরদারির এক পর্যায়ে আজ সবার উপস্থিতিতে কমলাপুর আইসিডি বন্দরে আনীত কন্টেইনারটি খোলা হয়। গাড়ি ২০১৫ সালের সিলভার কালারের গোস্ট মডেলের। এটিকে বিএমডব্লিউ এক্স৫ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল।
সূত্র আরো জানা যায়, ৬৬০০ সিসির এই গাড়ি অত্যন্ত বিলাসবহুল হিসেবে খ্যাতি রয়েছে। এই গাড়ি উত্তর কোরিয়ার বহিষ্কৃত কূটনীতিক হ্যান সন ইকের নামে আসে। তিনি ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। সিগারেট চোরাচালানের দায়ে তাকে গত আগস্ট মাসে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়। এর আগে ২৭ কেজি স্বর্ণসহ উত্তর কোরিয়ার অপর এক কূটনীতিককে হাতেনাতে আটক করা হয়েছিল।