যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাড়িতে ভাংচুর চালিয়েছে তারা স্বাধীনতা বিরোধী শক্তি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
সোমবার সন্ধ্যায়, ১০ম জাতীয় সংসদের ২০তম অধিবেশনে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, 'গাত্রদাহ মুক্তিযোদ্ধা কোটা। পৃথিবীর দেশে দেশে যারা স্বাধীনতার জন্য জীবনবাজি রাখে তাদের সন্তানদের জন্য বিশেষ সুযোগ থাকে। এদের দাবি রাজাকারের সন্তানদের জন্য মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা সংকুচিত করা। পরিষ্কারভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধ করেছি; মুক্তিযুদ্ধ চলছে, চলবে। এই রাজাকারের বাচ্চাদের অবশ্যই আমরা দেখে নেবো।'
তিনি বলেন, 'ছাত্রদের প্রতি আমাদের কোনো রাগ নেই কিন্তু স্ট্যাটাস যারা দিয়েছে তারা তো ছাত্র না, অছাত্র। মতলববাজ, জামায়াত-শিবির এবং স্বাধীনতাবিরোধীদের এজেন্ট। এদের বিষয়ে সামান্যতম শৈথিল্য আমরা দেখতে চাই না।'
মতিয়া চৌধুরী আরও বলেন, 'অভাবে অনটনে থেকে গ্রামের স্কুলে যে ছাত্রটি পড়াশুনা করে তার গ্রুমিং আর ঢাকা শহরের নামীদামী স্কুলে যে পড়াশুনা করে তার গ্রুমিং এক হবে না। সে আবছায়ায় আছে তাকে আলোতে আনতে অবশ্যই বিশেষ সুবিধা দিতে হবে, এটাই দেশের শাসনতন্ত্রে রয়েছে।