মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন এগিয়ে না আসলে উত্তর কোরিয়ার পরমাণু হুমকি একাই মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ট্রাম্প বলেছেন, ‘যদি চীন উত্তর কোরিয়ার সমস্যা সমাধান না করে তাহলে আমরা করব। এটাই শেষ কথা যা আমি আপনাদের বলছি।’
একাই তিনি সাফাল্য পেতে পারেন এ ধরণের বিষয়টি ভেবেছেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘পুরোপুরি।’
চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। নির্বাচনী প্রচারণার সময় চীন সম্পর্কে অনেক হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন ট্রাম্প। নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কেও টানপোড়েন দেখা দেয়। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বৈঠকে বসতে যাচ্ছেন দুই শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান।
ট্রাম্প বলেছেন, ‘উত্তর কোরিয়ার ওপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে। চীনকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি উত্তর কোরিয়ার বিষয়ে আমাদের সহযোগিতা করবে নাকি করবে না। যদি তারা সেটা করে তাহলে চীনের জন্য সেটা খুবই ভালো হবে। আর যদি তারা না করে তাহলে এটা কারো জন্যই ভালো হবে না।’