শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
এএসপি মিজানুর রহমান হত্যা মামলার তদন্তের দায়িত্ব ডিবি কাছে হস্তান্তর
প্রকাশ: ০৩:৩০ pm ২৩-০৬-২০১৭ হালনাগাদ: ০৬:২৩ pm ২৩-০৬-২০১৭
 
 
 


রাজধানীর মিরপুরের রূপনগর থানার বিরুলিয়া ব্রিজ এলাকা থেকে হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমানএ তথ্য জানান। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে এএসপি মিজানুরকে হত্যা করা হয়েছে। এসব বিষয় মাথায় রেখেই এখন থেকে মামলার তদন্ত করবে ডিবি। বুধবার ভোর ৫ টায় এএসপি মিজানুর রহমান রাজধানীর উত্তরার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। পরে মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকার রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত এএসপি মিজানুর রহমানের ভাই মো. মাসুম তালুকদার বাদী হয়ে রূপনগর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামালা করেন। এরপর ওই মামলার তদন্ত শুরু করে রূপনগর থানা পুলিশ।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT