রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
একুশে পদক পাচ্ছেন ১৭ জন
প্রকাশ: ১০:৪৪ am ১৩-০২-২০১৭ হালনাগাদ: ১০:৪৯ am ১৩-০২-২০১৭
 
 
 


১৭ জনকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদকের জন‌্য মনোনীত করেছে সরকার।

এদের মধ‌্যে চলচ্চিত্র ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালেদ, নির্মাতা তানভীর মোকাম্মেল, নাট‌্যকর্মী সারা যাকের এবং নৃত‌্যশিল্পী শামীম আরা নীপাও রয়েছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রোববার রাতে ২০১৭ সালের একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন।

ভাষা আন্দোলনের জন‌্য অধ্যাপক ড. শরিফা খাতুন এবার একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জামিলুর রেজা চৌধুরী, গবেষণায় সৈয়দ আকরম হোসেন এবং শিক্ষায় ইমিরেটাস অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন এই পদক পাচ্ছেন।

ভাষা ও সাহিত্যে প্রয়াত কবি ওমর আলীর সঙ্গে মনোনীত হয়েছেন ছড়াকার সুকুমার বড়ুয়া।

শিল্পকলায় আবদুল্লাহ খালেদ (ভাস্কর্য), তানভীর মোকাম্মেল (চলচ্চিত্র), সারা যাকের (নাটক), শামীম আরা নীপার (নৃত‌্য) সঙ্গে পুরস্কার পাচ্ছেন উদীচীর সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ সেলিম (সঙ্গীত)।

সঙ্গীতে অবদান রাখায় পুরস্কারের জন‌্য মনোনীত হয়েছেন সুষমা দাস, জুলহাস উদ্দিন আহমেদ ও ওস্তাদ আজিজুল ইসলাম।

সাংবাদিকতায় এবার একুশে পদক পাচ্ছেন আবুল মোমেন ও স্বদেশ রায়। সমাজসেবায় পাচ্ছেন অধ্যাপক ডা. মাহমুদ হাসান।

আগামী ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদক বিজয়ী প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম স্বর্ণপদক এবং নগদ দুই লাখ করে টাকা দেওয়া হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT