বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
এবার আমরণ অনশনে বসলেন ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা
প্রকাশ: ০১:০৯ pm ০৯-০১-২০১৮ হালনাগাদ: ০১:২২ pm ০৯-০১-২০১৮
 
 
 


জাতীয়করণের দাবিতে এবার আমরণ অনশনে বসলেন ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষকরা।

অনশন প্রসঙ্গে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মখলেছুর রহমান গণমাধ্যমকে বলেন, অামরা বিগত ৮ দিন ধরে এখানে অবস্থান ধর্মঘট পালন করছি। এসময় অামরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি । কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অাশ্বাস পাইনি অামরা। তাই এখন থেকে অামরণ অনশন কর্মসূচি ঘোষণা করলাম। জাতীয়করণের দাবি মেনে না নেয়া পর্যন্ত অামরা অনশন চালিয়ে যাবো। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি রুহুল অামিন গণমাধ্যমকে বলেন, অামরা শিক্ষামন্ত্রীর কোনো কথায় অাশ্বস্ত হবা না। অামরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা শুনতে চাই। অন্যথায় অামরা অনশন চালিয়ে যাবো। শিক্ষকরা জানান, একই পরিপত্রে ১৯৯৪ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন নির্ধারণ করা হয় ৫০০ টাকা। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী ৫ম শ্রেণির কার্যক্রম একই হলেও ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে সরকার।

শিক্ষকরা জানান, এসব বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি মাসে ২২ থেকে ৩০ হাজার টাকা বেতন হলেও ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা সরকারের থেকে কোনো বেতন পান না।আন্দোলনে এখন পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT