বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
এবার শারদীয় দুগোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ০১:৪২ pm ১৯-০৯-২০১৭ হালনাগাদ: ০১:৪৪ pm ১৯-০৯-২০১৭
 
 
 


এবার শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপে অন্যবারের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দিতে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানীতে দুর্গাপূজা উপলক্ষে মহালয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।   স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  দুর্গাপূজায় রাজধানীতে ২৩১ পূজামণ্ডপসহ দেশের ৩ হাজার ৭৭টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পূজায় পুলিশ-র‌্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে ১ লাখ ৬৮ হাজার আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন। প্রতিমা বিসর্জনের কাজ বিকেল ৩টায় শুরু করে রাত ৮টার মধ্যে শেষ করতে হবে বলেও তিনি জানান। ২৬ সেপ্টেম্বর ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার আনুষ্ঠানিকতা। ২৭ সেপ্টেম্বর সপ্তমী, ২৮ সেপ্টেম্বর মহাষ্টমী ও কুমারী পূজা, ২৯ সেপ্টেম্বর মহানবমী এবং ৩০ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ও বিজয়া শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই দুর্গা পূজা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT