মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মাদকের তথ্য গোপন করার অভিযোগে ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত
প্রকাশ: ০১:৩৯ pm ০৭-০৩-২০১৮ হালনাগাদ: ০১:৪১ pm ০৭-০৩-২০১৮
 
 
 


উদ্ধার করা মাদকের তথ্য গোপন করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদকদ্রব্যের একটি চালান উদ্ধারের পরপরই গতকাল মঙ্গলবার রাতে তাঁদের প্রত্যাহার করা হয়।

এই ছয় পুলিশ সদস্য হলেন—কসবা থানার উপপরিদর্শক শ্যামল মজুমদার ও মনির হোসেন, সহকারী উপপরিদর্শক ফারুক ও সালাউদ্দিন, কনস্টেবল শাহজাহান ও কাসেম।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গতকাল মঙ্গলবার সকালে কসবা উপজেলা টিআলী মোড় থেকে মাদকসহ দুটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এতে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল। মাদক চালান উদ্ধার হওয়ার পর ওই ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। পরে সরকারি দায়িত্ব অবহেলাসহ প্রশাসনিক কারণে এ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন পুরো বিষয়টির তদন্ত করছেন বলেও জানান ওসি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT