নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনসহ বিভিন্ন কর্মসূচি শেষে শুক্রবার সন্ধ্যায় ওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ বাংলাদেশ মিশনে সংবাদ সম্মেলন শেষে ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ওয়াশিংটনের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও তার স্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে, জয় ও তার পরিবারের সঙ্গে এক সপ্তাহ সময় কাটাবেন।
২৮ সেপ্টেম্বর ৭০তম জন্মদিন সেখানেই উদযাপনের কথা রয়েছে। তবে এদিন তিনি যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। আগামী ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনের ডালাস বিমান বন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাঁর।