রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলিদিরিম। বুধবার (২০ ডিসেম্বর) সকালে সকাল পৌনে দশটার দিকে ব্যক্তিগত বিমানে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন। কক্সবাজার থেকেই তিনি বাংলাদেশ থেকে বিদায় নেবেন। কক্সবাজারে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ঢাকা পৌঁছান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এরপর তুরস্কের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।