কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ১৯ জনের ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওসমান গণি এ মামলার রায় ঘোষণা করেন। আসামিরা আদালতে এ সময় উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে কোস্টগার্ডের একটি দল দুইটি মাছ ধরার ট্রলারসহ ১৯ জনকে আটক করে। এরপর ২৬ ফেব্রুয়ারি কোস্টগার্ড আসামিদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন । পুলিশ আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন। আদালত দ্রুত সময়ের মধ্যে সাক্ষী প্রমাণের পর রায় প্রদান করেন। এই প্রথম ইয়াবা মামলায় দ্রুত রায় দেয়া হলো ।