জেলায় বোমা তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) সদস্যরা।
মঙ্গলবার বেলা ১টার দিকে শহরের খুরুশকুল নতুন রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজারস্থ র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক আশেকুর রহমান মুঠোফোনের এক বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত গাড়ি থেকে দুইজনকে আটক করা হয়। ওই সময় গাড়ি থেকে দুই বস্তা বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটকদের জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে আনা হয়।
তবে এখনো পর্যন্ত আটকদের প্রকৃত পরিচয় পাওয়া যায়নি বলে জানান ্ওই র্যাব কর্মকর্তা।
তিনি বলেন, “উদ্ধার হওয়া বোমা তৈরির সরঞ্জামগুলো র্যাবের বোমা বিশেষজ্ঞ টিম এসে দেখার পর বলা যাবে এখানে কী কী রয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।”