বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় জাতিসংঘের ১৪ শান্তিরক্ষীসহ ১৯জন নিহত
প্রকাশ: ০৩:৪০ pm ০৯-১২-২০১৭ হালনাগাদ: ০৩:৪৭ pm ০৯-১২-২০১৭
 
 
 


আফ্রিকার দেশ কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় জাতিসংঘের ১৪ শান্তিরক্ষী এবং ৫ কঙ্গো সেনা নিহত হয়েছে। জাতিসংঘ এ খবর নিশ্চিত করে বলেছে, সাম্প্রতিক সময়ের মধ্যে শান্তিরক্ষী বাহিনীর ওপর এটি সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।

জাতিসংঘ বলছে, কঙ্গোর উত্তর কিভূ প্রদেশের বেনি এলাকায় গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে বিদ্রোহীদের করা এ হামলায় কমপক্ষে ৫৩ জন শান্তিরক্ষী আহত হয়েছে। নিহত ১২ শান্তিরক্ষী তানজানিয়ার নাগরিক। বাকি নাগরিকত্ব এখনও জানা যায়নি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, "জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর এ ধরনের হামলা অগ্রহণযোগ্য এবং যুদ্ধাপরাধের সমান। আমি গণপ্রজাতন্ত্রী কঙ্গো কর্তৃপক্ষকে এ ঘটনাটি তদন্ত এবং দোষীদের বিচার করার আহ্বান জানাচ্ছি।" কঙ্গোতে ইউএন স্ট্যাবিলাইজেশন মিশনের প্রধান মামান সিদিকু হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, হামলাকারীদের বিচারের মুখোমুখি করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ওই এলাকাটি বরাবরই হামলার স্বীকার হয়ে আসছে। সূত্র: আল-জাজিরা

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT