অঞ্চলকে অস্থিতিশীল করে তোলা ও সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে প্রতিবেশী তিন দেশ সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও আরেক আরব দেশ মিশর।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রিয়াদ কাতারের সঙ্গে স্থল, জল ও আকাশ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি আরো জানায়, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিপদ থেকে জাতীয় নিরাপত্তা রক্ষায় সৌদি আরব এ সিদ্ধান্ত নিয়েছে।
এই চারটি দেশের অভিযোগ, কাতার মুসলিম ব্রাদারহুডসহ অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন করছে।