আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৩১ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।
কাবুলের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান মোহাম্মদ দাউদ আমিন জানান, স্থানীয় সময় রোববার সকাল ১০টা নাগাদ জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রের দরজায় হামলাকারী বিস্ফোরণ ঘটালে এতো সংখ্যক মানুষের হতাহতের ঘটনা ঘটে।
এদিকে নিজস্ব সংবাদ সংস্থা ‘আমাক’ এর মাধ্যমে হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
বিস্ফোরণের পরপরই দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মী পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র।
হামলাস্থল কাবুলের পশ্চিমাঞ্চলীয় দাশ-ই-বারচি শিয়া সম্প্রদায়ের লোকজনের বসবাস এলাকা হিসেবে পরিচিত।
আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় বহু ‘প্রতিক্ষিত’ সংসদ নির্বাচনকে ঘিরে দেশটিতে সম্প্রতি বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় বহু মানুষ নিহত হয়েছেন।