রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কাবুলে ইরাকি দূতাবাসের কাছে সোমবার ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ
প্রকাশ: ০৩:৪৬ pm ৩১-০৭-২০১৭ হালনাগাদ: ০৩:৪৮ pm ৩১-০৭-২০১৭
 
 
 


আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকি দূতাবাসের কাছে সোমবার (৩১ জুলাই) ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটেছে। কেন্দ্রীয় শের-ই-নাও এলাকায় পরপর কয়েকটি বিস্ফোরণের পর প্রচন্ড গোলাগুলির আওয়াজ শোনা গেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বন্দুকধারীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। বেসামরিক নাগরিকদের ওই এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক জঙ্গি সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করে নিয়েছে। চলতি বছর আফগান রাজধানীতে আইএস এবং তালেবান বেশ কয়েকটি ভয়াবহ হামলা চালিয়েছে। আফগান পুলিশ জানিয়েছে, আত্মঘাতী হামলাকারীদের মূল লক্ষ্য ছিলো পুলিশ সদর দপ্তরের একটি আবাসিক এলাকা এবং ইরাকি দূতাবাস কম্পাউন্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে পর পর বিস্ফোরণের ফলে ওই এলাকা ঘন কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। হামলায় কতজন হতাহত হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT