আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের নিকটে অবস্থিত একটি ব্যাংকে মঙ্গলবার (২৯ আগস্ট) আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। দেশটির আভ্যন্তরীণ মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। তালেবান এ হামলার দায় স্বীকার করে নিয়েছে। আভ্যন্তরীণ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বোমা হামলাকারী ব্যাংকের প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলটি কূটনৈতিক এলাকার নিকটে অবস্থিত। ঈদ-উল-আযহা উপলক্ষে পুলিশ এবং সেনাসদস্যরা তাদের বেতন তোলার জন্য ব্যাংকে ভিড় করেছিলো। মূলত নিরাপত্তা বাহিনীর সদস্যদের কেন্দ্র করেই হামলাটি চালানো হয়েছে। সূত্র: রয়টার্স