আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি জনার্কীর্ণ এলাকায় শনিবার শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৬৩ জন নিহত ও ১৫১ জন আহত হয়েছে। সরকারি মিডিয়া সেন্টারের মহাপরিচালক বারিয়ালাই হিলালি সাংবাদিকদের বলেন, ‘সর্বশেষ নিহতের সংখ্যা ৬৩ এবং আহতের সংখ্যা ১৫১ জনে উন্নীত হয়েছে।’ বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙ্গে গেছে। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা একথা জানান। ইতালীয় বেসরকারি সংস্থা ইমার্জেন্সি জানিয়েছে, এই ঘটনায় আহত অর্ধশতাধিক লোককে নগরীর হাসপাতালে নেয়া হয়েছে। সংস্থাটির সমন্বয়ক দেজান প্যানিক টুইটারে জানান, সেখানে ‘বেপরোয়া’ হত্যাকান্ড হয়েছে।