সোমবার (০৯ জানুয়ারি) সকালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে আবারো হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মিডিয়া টাইমস অব ইন্ডিয়া।
কাশ্মীরের আখনুর জেলার জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের (জিআরইএফ) শিবিরে সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা ভারী অস্ত্রে সজ্জিত হয়ে ওই হামলা চালায়।
ভারতীয় কর্তৃপক্ষ এখনো নিহতদের নাম পরিচয় প্রকাশ করেনি।
স্থানীয় সময় সকাল সাতটার কাছাকাছি সময়ে সন্ত্রাসীরা এই হামলা চালায়। সন্ত্রাসীরা শিবিরে প্রবেশ করে গুলি চালানো শুরু করলে নিরাপত্তা বাহিনী সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে। যদিও ঠিক কতজন সন্ত্রাসী হামলা চালিয়েছিল এবং তাদের পরিনতি কি হয়েছে তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, গত বছরের শেষের দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অংশে উরি সেনাঘাটিতে সন্ত্রাসীদের হামলায় উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সেনা নিহত হয়। ওই ঘটনার পরই মূলত ভারত পাকিস্তানের মধ্যকার সম্পর্কে অবনতি ঘটে।