শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
কিম জং-নাম হত্যায় অভিযুক্ত দুই নারী নিজেদের নিরপরাধ দাবি
প্রকাশ: ১২:৩০ pm ০২-১০-২০১৭ হালনাগাদ: ০৩:১৬ pm ০২-১০-২০১৭
 
 
 


উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সৎভাই কিম জং-নাম হত্যায় অভিযুক্ত দুই নারী নিজেদের নিরপরাধ দাবি করেছেন। মালয়েশিয়ায় সোমবার (২ অক্টোবর) এই মামলার বিচার শুরু হয়েছে। চলতি বছর ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং-নামকে বিষাক্ত রাসায়নিক ভিএক্স নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যা করা হয়। এ ঘটনা পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। ভিয়েতনামের দোয়ান থি হুয়ং এবং ইন্দোনেশিয়ার সাইতি আয়েশা নামের নামের দুই নারী জং-নামের মুখে বিষাক্ত রাসায়নিক উপাদান মাখিয়ে দিয়েছিলো বলে অভিযোগ রয়েছে। তবে ওই দুই নারীর দাবি, নিছক টেলিভিশনের একটা কৌতুক অনুষ্ঠানের অংশ হিসেবে তাঁরা ওই কাজ করেছিলেন। কিম জং-নামকে হত্যার পেছনে উত্তর কোরীয় এজেন্টদের হাত রয়েছে বলে মালয়েশীয় পুলিশের ধারণা। উত্তর কোরিয়ার দাবি, কিম জং-নাম হত্যায় পিয়ংইয়ংয়ের কোনো হাত নেই। মালয়েশিয়ার একটি আদালতে সোমবার সকালে দুই নারীকে তোলা হয়। অপরাধ প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT