একদলীয় শাসন ব্যবস্থাধীন উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোতে স্থান পেয়েছেন সর্বোচ্চ নেতা কিম জং-উনের ছোট বোন কিম ইয়ো-জং (৩০)।
স্থানীয় সময় শনিবার পলিটব্যুরোতে প্রবেশ করানো হয় কিম ইয়োকে।
রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর খবরে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, শনিবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির এক সম্মেলনে কিম ইয়ো-জংকে পলিটব্যুরোতে নেওয়া হয়। সে সময় দলটির আরো কয়েকজন নেতাকে পলিটব্যুরোর সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
আলজাজিরার খবরে বলা হয়, ২০১১ সালে ক্ষমতায় বসার পর থেকে ছোট বোন কিম ইয়ো-জংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন কিম জং-উন। এ ছাড়া নানা সময়ে কিমের সঙ্গে বিভিন্ন সফরে দেখা গেছে তাঁকে।
উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-ইল ও তাঁর তৃতীয় স্ত্রী কো ইয়ং-হুইয়ের সন্তান এ দুই ভাইবোন। ১৯৪৮ সাল থেকে দেশটিতে ক্ষমতায় রয়েছে কিমের পরিবার।
নানা বাধার মুখেও বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে সমালোচনার মুখে পড়ে উত্তর কোরিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরমাণু হামলার হুমকি দেয় দেশটি। এর পর উত্তর কোরিয়ায় সেনা অভিযানের কথা জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।