কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আল সাবাহ পদত্যাগ করেছেন। মধ্যপ্রাচ্যের টিভি চ্যানেল আল আরাবিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। সোমবার (৩০ অক্টোবর) শেখ জাবের মুবারক আল সাবাহ সোমবার সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে কুয়েতের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থাটি কুয়েতের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থাটি এ ব্যাপারে এখনও কিছু জানায়নি। তবে স্থানীয় এক পত্রিকার বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী আল হামিদ আল সাবাহ। এর ফলে দেশটির মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের সম্ভবানা দেখা দিয়েছে। উপসাগররের তৈল রপ্তানীকারক দেশগুলোর মধ্যে কুয়েতের পার্লামেন্টই সবচেয়ে পুরনো। আর দেশটিতে যখন তখন মন্ত্রিসভার রদবদল হয়ে থাকে। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠন করা হয়েছে কুয়েতে। এই সরকারের আট মাস পার না হতেই প্রধানমন্ত্রীর পদত্যাগের খবর পাওয়া গেলো। এদিকে কুয়েতের প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশটির মন্ত্রীসভার বেশকিছু সদস্যরাও করেছেন বলে জানা গেছে।