কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।
বুধবার রাত ১১টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে উপজেলার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মাসুম লাল (২৭) ও বিজয় লাল (৩০)। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা হলেন জয়নাল ও সেবা। তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহত ব্যক্তিদের বাড়ি কুষ্টিয়া শহরের বড়বাজার চৈতন্যপল্লী এলাকায়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল জব্বার জানান, রাতে কুষ্টিয়া শহরের বড়বাজার চৈতন্যপল্লী থেকে জয়নালের অটোরিকশায় চেপে পাবনার ঈশ্বরদী যাচ্ছিলেন বিজয় লাল, মাসুম লাল ও সেবা। পথে ভেড়ামারার বারোমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চারজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই নিহত হন মাসুম লাল।
পরে স্থানীয় লোকজন অটোরিকশাচালক জয়নাল, বিজয় লাল ও সেবাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান বিজয় লাল।