কুষ্টিয়ার দৌলতপুরে পাঁচ বছর আগে এক মুক্তিযোদ্ধাকে হত্যার ঘটনায় তিন জনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুস সালাম, জামিল মণ্ডল ও আব্দুল হামিদ মালিথা। তারা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামের মুক্তিযোদ্ধা খবির উদ্দিন ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি রাতে তার সেচপাম্প পাহারা দিতে মাঠে যান।
পরদিন ভোর রাতে ওই মাঠ থেকে খবির উদ্দিনের গলায় মাফলার প্যাঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, ঘটনার পরদিন খবির উদ্দিনের স্ত্রী উরজিনা বেগম অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা একটি মামলা দায়ের করেন।
পরে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ২০ অগাস্ট তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু হয়।