অভিনেত্রী কুসুম শিকদারের ইউটিউবে প্রকাশিত 'নেশা' গানের ভিডিওতে আবেদনময়ী হিসেবে নিজেকে হাজির করেছেন কুসুম। এমন কুসুম শিকদারকে আগে কখনো দেখা যায়নি। 'নেশা' শিরোনামের এই গানটি গতকাল বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে গানটি দেখা হয়েছে ১ লাখ ৬০ হাজারেরও বেশিবার। এই গানে কুসুমের সঙ্গে মডেল হিসেবে আছেন র্যাম্প মডেল সুজন। হৃদয় খানের সংগীতায়োজনে কুসুমের গানের ভিডিওটি যৌথভাবে নির্মাণ করেছেন শুভ্র খান ও শ্রাবণী ফেরদৌস। দৃশ্যধারণ করা হয়েছে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িতে। এ প্রসঙ্গে কুসুম শিকদার জানান, গানটির সাড়া তিনি ভালো পাচ্ছেন। ভবিষ্যতে নিজের গাওয়া গানের ভিডিও নির্মাণের প্রতি আগ্রহ প্রকাশ করেন তিনি।