কুড়িগ্রামের সীমান্তে বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার বিকেলে ভূরঙ্গামারী উপজেলার মংলারকুটি সীমান্তে এ হত্যাকাণ্ড হয়।
বিজিবি জানায়, গরু আনার জন্য আন্তর্জাতিক সীমানা পিলারের কাছাকাছি গেলে, জাহাঙ্গীর আলমের ওপর গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। খবর পেয়ে, গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত হয়।
নিহত জাহাঙ্গীর খুটামারী মংলারকুটি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনার পর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে বিজিবি।