রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
কুড়িগ্রামে একই পরিবারের চারজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা
প্রকাশ: ১০:১৯ am ১০-০৮-২০১৭ হালনাগাদ: ১০:৩৫ am ১০-০৮-২০১৭
 
 
 


কুড়িগ্রামের উলিপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মা-ছেলেসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। গত মঙ্গলবার উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের বামনেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে আবুল কালামকে (৪০) আটক করে। জানা গেছে, উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল যাতায়াতের পথে দক্ষিণ মধুপুর এলাকার আবদুস সামাদের পুত্র রাসেল মিয়া (২১) ও আবুল কালামের পুত্র পারভেজের (২০) নেতৃত্বে একদল বখাটে প্রায় সময় ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল।

গত মঙ্গলবার স্কুল শেষে ছাত্রীরা বাড়ি ফেরার পথে বামনেরহাট বাজার সংলগ্ন এলাকার নারায়ণ চন্দ্র শীলের দোকানের সামনে প্রতিদিনের মতো রাসেল, পারভেজ ও তার সহযোগীরা ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত ও মোবাইল ফোন দিয়ে ছবি তোলার সময় একই এলাকার মহুবর রহমানের পুত্র কলেজপড়ুয়া ছাত্র জাহিদ হোসেন (২১) এর প্রতিবাদ জানায়। এরই জের ধরে বখাটে রাসেল ও পারভেজের পরিবারের লোকজন জাহিদের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে জাহিদের মা জোহরা বেগম, ছোট ভাই মাহিদ (১৫) ও শাহিন (১২) এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT